শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী হলেন। দুটো কাজকে তিনি অগ্রাধিকার দিয়েছিলেন। প্রথমত, তার রাজনৈতিক বিরোধী ও সমালোচকদের নির্মূল করার নির্দেশ দেয়া হয়েছিল রক্ষী বাহিনীকে। তারা ৪০ হাজার মানুষ খুন করেছে। রাজাকারদের আর রক্ষী বাহিনীর মধ্যে তফাৎ আমি তো দেখি না। উপমহাদেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে মুজিব ৯৩ হাজার হানাদার পাকিস্তানি সৈন্যকে মুক্তি দিয়েছিলেন। তাদের মধ্যে ছিল সবচেয়ে জঘন্য যুদ্ধাপরাধী হিসেবে শনাক্ত করা ১৯৫ জন পাকিস্তানি সৈন্যও।
—————